Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন


রূপকল্প, অভিলক্ষ্য, কর্মসম্পাদনের ক্ষেত্রসমূহ এবং কার্যাবলী


১.১    রূপকল্পঃ       সুখী, সমৃদ্ধ ও নিরাপদ রাষ্ট্র গঠনে দেশের সর্বত্র শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তা বিধান।


১.২    অভিলক্ষ্যঃ

১।       জননিরাপত্তা ও দুর্যোগ মোকাবেলায় সক্রিয় অংশগ্রহণ;

২।       আনসার ও ভিডিপির সদস্য-সদস্যাকে কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদান করে দক্ষ মানব সম্পদ তৈরির মাধ্যমে দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন;

৩।      দেশের অভ্যন্তরে আইন শৃঙ্খলা রক্ষা ও আভিযানিক কার্যক্রমে অন্যান্য বাহিনীর সাথে অংশগ্রহণ;


১.৩    কর্মসম্পাদনের ক্ষেত্রঃ

১.  রাজবাড়ী জেলার আনসার ভিডিপি সদস্যদের সক্ষমতা বৃদ্ধিকরণ

২.  গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, সংস্থা ও স্থাপনায় নিরাপত্তা প্রদান;

৩.   জনহিতকর কর্মক্রম:

৪.  জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষামূলক কার্যক্রম;

৫.  দুর্যোগ ব্যবস্থাপনামূলক কার্যক্রম;

         

সুশাসন ও সংস্কারমূলক কর্মসম্পাদনের ক্ষেত্র (মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক নির্ধারিত)

         

          ১.       সুশাসন ও সংস্কারমূলক কার্যক্রম জোরদারকরণঃ

                    ক)      শুদ্ধাচার কর্মপরিকল্পনা বাস্তবায়ন;

                   খ)       ই-গভর্ণেন্স/ উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন;

                   গ)       তথ্য অধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন;

                   ঘ)       অভিযোগ প্রতিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন;

                   ঙ)       সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনা বাস্তবায়ন;

 

১.৪   কার্যাবলিঃ


১. রাজবাড়ী জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য-সদস্যাদের বিভিন্ন কারিগরি, পেশাভিত্তিক ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করে মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি করা।

২. রাজবাড়ী জেলার সরকারী-বেসরকারী সংস্থা ও প্রতিষ্ঠানের নিরাপত্তা দানের জন্য অঙ্গীভূত আনসার আনসার মোতায়েন করা;

৩. রাজবাড়ী জেলায় টহল ও অভিযানের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষা ও জানমালের নিরাপত্তা বিধান করা;

৪. জাতীয় ও স্থানীয় পর্যায়ের নির্বাচন, দুর্গাপূজাসহ বিভিন্ন রাষ্ট্রীয়, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানাদির নিরাপত্তায় আনসার সদস্যদের নিয়োজিত করা;

৫. বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষণ দানের মাধ্যমে ভলান্টিয়ার তৈরি করে দুর্যোগ ব্যবস্থাপনায় অংশগ্রহণ করা এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিতকরণে বৃক্ষরোপন করা ।